Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nobel Prize 2023: সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফস

Nobel Prize 2023: সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফস

Nobel Prize 2023


২০২৩ সালের নোবেল প্রাপকদের নাম ঘোষণা শুরু করেছে নোবেল কমিটি। আজ সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষনা করলো নোবেল কমিটি। এবার সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফস। সুইডেনের নোবেল অ্যাকাডেমি নরওয়ের বাসিন্দা সাহিত্যিককে নোবেল প্রদান করলো।



অ্যাকাডেমির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘নরওয়ের ভাষা নিনর্স্কে লিখেছেন তিনি। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ-সহ একাধিক জঁর নিয়ে লেখালিখি করেছেন তিনি। যে সব নাট্যকারদের নাটক এখন পৃথিবীতে সব থেকে বেশি অভিনীত হয়, তাঁদের মধ্যে ফস এক জন। পাশাপাশি তাঁর গদ্যও বহুল জনপ্রিয়।’’



‘ফস মিনিমালিজ‌্ম’ নামক শৈলী তারই। ডিনামাইটের আবিষ্কারক তথা সুইডেনের ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারমূল্য এক কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রাউন (১০ লক্ষ আমেরিকান ডলার)। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি।



১৯০১ সাল থেকে এই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। সাহিত্য, বিজ্ঞান এবং শান্তি ও অর্থনীতি ক্ষেত্রে নোবেল দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code