শিলিগুড়িতে রাজ্যপালকে দফায় দফায় কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

TMC




টানা বৃষ্টি এবং তিস্তার জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, তাঁকে শিলিগুড়িতে দফায় দফায় কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে। এদিন পরিস্থিতি দেখে ফেরার পথে প্রথমে স্টেট গেস্ট হাউজের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।




এরপর এদিন বেলা ২টা ১৫ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে প্রবেশের মুখে জাতীয় সড়কের আন্ডারপাসেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। জানা গিয়েছে, নকশালবাড়ি ১ ব্লক তৃণমূলের প্রায় ৮০ জন সমর্থক এদিন সেখানে জমায়েত হন। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন। এরপর গন্তব্যের উদ্দেশে রওনা হন রাজ্যপাল।



প্রসঙ্গত, বুধবার উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপুল জলরাশি উপচে পড়ে তিস্তায়। যার জেরে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ শতাধিক। সিকিমে ১৪টি সেতু ভেঙে পড়েছে। আটকে রয়েছেন ৩০০০-এরও বেশি পর্যটক। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিনও কিছু এলাকায় ছোট বড় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ফলে যেকোনও সময় আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।