Big Breaking: ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরন, কোচিজুড়ে আতঙ্ক
ভয়াবহ বিস্ফোরণ। ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরন। জানা গেছে, কেরলের কোচিতে রবিবার সকালে প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। কনভেনশন সেন্টারের ভিতরে (Kerala Kalamassery Blast) এই বিস্ফোরণ ঘটে।
রবিবার সকালে কোচিতে একটি কনভেনশন সেন্টারে খ্রিস্টানদের প্রার্থনাসভা চলছিল। প্রার্থনা চলাকালীনই পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। ওই কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন। ২৭শে অক্টোবর থেকে শুরু হওয়া এই সভার আজকেই ছিল শেষ দিন। আজ শেষ দিনেই বিস্ফোরণ, বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি শুরু হয়। এক জন মহিলার মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ব্যক্তি জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। তার পর আরও দুই বিস্ফোরণের শব্দ কানে আসে। এরপরেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।
কে বিস্ফোরণ ঘটিয়েছে, নেপথ্যে কি কারণ, এখনও পর্যন্ত সে বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আঁচ সম্প্রতি এসে পড়ে দক্ষিণের এই রাজ্যটিতেও। হামাস নেতা খালেদ মাশাল ভার্চুয়াল মাধ্যমে যে বক্তৃতা করেন, তা কেরলে প্যালেস্তাইনপন্থী মিছিলে দেখানো হয়। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। তার পরই এই বিস্ফোরণ। তবে কেন কি কারণে কে ঘটালো তা এখনও পর্যন্ত জানা যায়নি নিশ্চিত ভাবে।
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে যাচ্ছে এনআইএ এবং এনএসজি- র টিম। তদন্ত এবং অনুসন্ধানের পরেই বিস্ফোরণের আসল কারণ জানা যাবে। অনেকে মনে করছে লো ইন্টেনসিটি টেরর ব্লাস্ট হতে পারে। আর এই সম্ভাবনার সঙ্গেই দেশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এখন তদন্তের পরেই জানা যাবে আসল কারণ থাকতে হবে সেই অপেক্ষায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊