Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই নতুন এক মাইলফলক ছোঁবেন রোহিত শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই নয়া এক মাইলফলক ছোঁবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আজ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। মাঠে নেমে টস করতেই দেশের হয়ে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক স্পর্শ করে ফেলবেন রোহিত। ক্রিকেট বিশ্বে ৪৮ জন অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টস করলেই ৪৯ তম অধিনায়ক হিসেবে সেই তালিকায় প্রবেশ করবেন রোহিত শর্মা।
এখনও পর্যন্ত রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দিয়েছেন ন’টি টেস্ট, ৩৯টি এক দিনের ম্যাচ এবং ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে। ভারতের হয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা নেবেন রোহিত শর্মা। ভারতকে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
চলুন দেখে নেওয়া যাক ১০০-র বেশি ম্যাচে ভারতের হয়ে নেতৃত্ব দেওয়ার অধিনায়কদের:
১ মহেন্দ্র সিং ধোনি ৩৩২টি ম্যাচ
২ মহম্মদ আজহারউদ্দিন ২২১টি ম্যাচ
৩ বিরাট কোহলি ২১৩টি ম্যাচ
৪ সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৬ ম্যাচে
৫ কপিল দেব ১০৮ ম্যাচ
৬ রাহুল দ্রাবিড় ১০৪ ম্যাচ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊