মহাতারকাকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। মহাতারকাকে বাদ দিয়েই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে বসছে ওডিআই বিশ্বকাপের আসর। আর তার আগে বাংলাদেশ দেশের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়েই দল ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গত সোমবার রাতে বিসিবি (BCB) সভাপতি নাজমুল হাসান পাপন (Najmul Hasan Papon) অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও কোচ চণ্ডীকা হাথুরুসিংহের (Chandika Hathurusingha) সঙ্গে বৈঠকের পর এই দল নির্বাচিত হয়েছে বলে খবর।
বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের নির্বাচন নিয়ে দুশ্চিন্তা ছিলই। আর সেই দুশ্চিন্তাই সফল হল। চোটের কারণে তামিমকে বাদ দিয়ে দল ঘোষনা করলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের পরেই তামিমকে বিশ্রামে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। চোখের কারণে বিশ্বকাপের মহারণে জাতীয় দল থেকে বাদ করলেন তিনি।
এদিকে বাংলাদেশের জাতীয় দলের নতুন জার্সির নতুন উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ আগামী সাত অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু করছে আফগানিস্তানের বিরুদ্ধে। ধরমশালায় হবে ম্যাচ।
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহদি হাসান
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊