সুন্দরী যুবতীর ভিডিও দেখে মুগ্ধ পরিচালক, আপনি চেনেন?
বিখ্যাত ভারতীয় চিত্রপরিচালকের নজরে এক যুবতী। তার একটি ভিডিও শেয়ার করে পরিচালক রাম গোপাল ভার্মা জানতে চেয়েছেন তাকে কেউ চেনেন কিনা। আসলে সেই যুবতীর স্টাইলে মুগ্ধ হয়েছেন তিনি। তাই জানতে চেয়েছেন কে এই সুন্দরী যুবতী।
স্যোসাল মিডিয়া এমন এক প্লাটফর্ম, যেখানে খুব সহজেই নিজের সৃষ্টি কে তুলে ধরা যায়। নিজের স্বপ্ন গুলোকে সফল করা যায়। কখন কার কি ভালো লেগে যাবে তা বোঝা অসম্ভব। বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এই স্যোসাল মিডিয়ার দৌলতে।
সম্প্রতি sreelakshmi Satheesh নামের এক যুবতী মডেলের শাড়ির ভিডিও শ্যুট করে তা প্রকাশ্যে আনেন এক ফটোগ্রাফার। হলুদ শাড়ি আর সাদা ব্লাউজে কোকরা চুলের এই যুবতী হাতে নিয়েছেন ক্যামেরা। নিজের মনে কখনো ছবি তুলছেন ।
এই ভিডিও নিজের X সাইটে পোস্ট করেছেন রামগোপাল ভার্মা। চিত্র পরিচালকের চোখে পড়েছেন এই যুবতী। এইবার দেখার কোন চলচ্চিত্রে তুলে আনবেন কিনা শ্রীলক্ষ্মী সতীশ নামের এই যুবতী মডেলকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊