Women Reservation Bill: লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল
লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলে আজ। বাগ-বিতন্ডায় জড়ায় শাসক-বিরোধী পক্ষ। অবশেষে পাশ হয়ে যায় এই বিল।
মহিলা সংরক্ষণ বিলের পক্ষে পড়ল ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়ল ২টি ভোট। দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।
আগেই লোকসভায় (Parliament) পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill)। এদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা ধরে এই বিল নিয়ে বিতর্ক-আলোচনা চলে।
এই বিল পাশ করাতে অনেকদিন থেকে চাপ দিচ্ছিল বিরোধীরা। এদিন সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিল বিরোধী শিবির। এগিয়ে এসেছিলেন আরজেডির মহিলা নেত্রী রাবড়ি দেবী, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, বিএসপির মায়াবতীরা। তবে শর্তসাপেক্ষে বিলটির পাশের পক্ষে রায় দেন তারা। ফলে বিলটি প্রায় বিরোধীহীন ভাবে পাশ হল লোকসভায়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধী বিজেপি সরকারকে নিশানা করে বলেন, 'মোদি সরকারে মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ।' তোপ, 'দেশের ৯০ জন সচিবের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সমাজের। অবিলম্বে জাত গণনা করুন, না হলে আমাদের সময় হওয়া জাতগণনার তথ্য প্রকাশ করুন। আপনারা না করলে আমরা প্রকাশ করে দেব।'
পাল্টা জবাবে অমিত শাহ জানান, 'বিজেপির ২৯ শতাং অর্থাৎ ৮৫ জন সাংসদ ওবিসি সম্প্রদায়ের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী ওবিসি।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊