মন্ত্রী উদয়নের সাথে চরম লড়াইয়ের মাঝেও জরুরী পরিষেবায় এখনো দুজন একসাথেই  

udayan guha tapas das



কথায় আছে রাজনীতিতে কেউ চিরকাল বন্ধু বা শত্রু নয় । আজ যে কাছের লোক কাল সে দূরের হতেই পারে বা আজ যে দূরের সে কাল কাছের হতেই পারে। বর্তমান দিনহাটার রাজনীতিতে সবথেকে বেশি আলোচনার বিষয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বনাম প্রাক্তন প্রধান তাপস দাস।

যে তাপস দাস একসময় মন্ত্রী উদয়ন গুহর কাছের লোক বলে পরিচিত ছিলো সেই প্রাক্তন প্রধান তাপস দাস আর মন্ত্রী উদয়ন গুহর মধ্যে আজ দূরত্ব অনেক । এই ঘটনার শুরু মূলত গত ৩০ জুন ২০২৩ সালে। এদিন তৃণমূল নেতা তাপস দাস আদালতে হাজিরা দিতে গেলে তাকে পুরনো বেশ কিছু মামলার অভিযোগে গ্রেফতার করা হয় । এরপরেই তার বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। আর এই পুলিশি অভিযানের ফাঁকে তাদের বাড়িতে গুন্ডামি করা হয়েছে এমনটাই অভিযোগ তোলেন তাপসের স্ত্রী নমিতা দাস। শুধু তাই নয় পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে তাপস দাসকে গ্রেপ্তার এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তাপস দাসের স্ত্রী ও মেয়ে।

এর পর দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। ৫ আগস্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন প্রধান তাপস দাস।

সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ নিগমনগর ঘাটপাড়ে তিনতলা বাড়ি প্রসঙ্গে প্রশ্ন তোলেন এতো টাকা পেলেন কোথায়। সেই সাথে বিস্ফোরক মন্তব্য করে বসেন মন্ত্রী। তিনি বলেন বৌ নয় গার্লফ্রেন্ডকে প্রধান করতে লড়াই করেন যিনি এখানকার প্রধান ছিলেন। নাম না করলেও তা যে তাপস দাসকে উল্লেখ করেই বলেছেন তা বোঝা যায়। 

এরপরই সাংবাদিকদের সামনে আসেন প্রাক্তন প্রধান তাপস দাসের বক্তব্য। তিনিও নাম না করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্ত্রী উদয়ন গুহকে আক্রমন করেন। 

তবে এতো কিছুর মাঝেও পুরানো সম্পর্ক গুলো উঁকি দেয়। বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাসের ব্যক্তিগত উদ্যোগে এক অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই অ্যাম্বুলেন্স এখনো দিনহাটার বুকে পরিষেবা দিয়ে চলছে। কিন্ত রাজনীতিতে একসাথে চলা এই দুই ব্যক্তি আজ দুই আলাদা রাজনৈতিক দলের সদস্য। শুধু তাই নয় বর্তমানে ব্যক্তিগত সম্পর্ক এক চরম তিক্ত অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে।