মানুষকে বোকা বানাচ্ছেন? CBI এর তদন্তে প্রশ্ন বিচারপতির, কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন 

KOLKATA HIGH COURT



নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোজাসুজি বিচারপতির প্রশ্ন 'মানুষকে বোকা বানাচ্ছেন?' আগামী ৪ অক্টোবর সিবিআই ডিরেক্টর প্রবীণকুমার সুদকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আদালত প্রশ্ন তুলবেই। সিবিআই যেভাবে কাজ করছে তাতে প্রশ্ন উঠেই যায়। সেজন্য গতকাল যখন শুনানি চলে, আমরা আদালতে আবেদন করি সিবিআইয়ের যারা বড় কর্তা তাদের ডেকে পাঠানো হোক, যে কিভাবে এই তদন্ত চলছে। এত বড় একটা দুর্নীতি, সেই দুর্নীতির যেভাবে তদন্ত হচ্ছে তা ঠিক হচ্ছে না। তদন্তের একটা নির্দিষ্ট সূচি থাকে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন এই দুর্নীতির আসল সত্যিটা সামনে আনার কোনও ইচ্ছা নেই। ২৭ তারিখে সিবিআইয়ের কর্তাকে ডেকে পাঠানো হয়েছে। তারা আসুন।”

এরপর আইনজীবী আরও বলেন, “তদন্ত তো ঠিকমতো হওয়া উচিত, না হলে সাধারণ মানুষ আর আইনের আশ্রয় নেবেন না । সেক্ষেত্রে একটি নৈরাজ্য দেখা দেবে। সাধারণ মানুষ আর এইসব সংস্থাকে বিশ্বাস করবে না। সেকথা যে কেন সিবিআই বা সিবিআইকে যারা পরিচালনা করেন তারা বুজছে না, তা একটি ভীষন ভাবনার সম্মুখীন হতে হচ্ছে।”

এককথায় নিয়োগ দুর্নীতির তদন্তে আশাহত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, গত বছর ২৭ সেপ্টেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও কোনও উপযুক্ত পদক্ষেপ করতে পারনি। সত্য সামনে আনতে তাদের অনীহা চোখে পড়েছে। তাই সিবিআই ডিরেক্টরকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে এবার। রাজ্যের দুর্নীতি তদন্তে যাদের উপর দায়িত্বভার এবার তাদেরকেই কাঠগড়ায় উঠতে হচ্ছে বিচারপতির প্রশ্নের উত্তর দিতে।