Weather News: ভাদ্রের তাল পাকা গরমে  স্বস্তি ! আবহাওয়ার খবরে বৃষ্টির সম্ভাবনা

Weather News



গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরের জেলাগুলিতে। কথায় বলে ভাদ্রের তাল পাকা গরম। অনেকে বলে ভাদ্রের এমন উষ্ণতা গ্রীষ্মকালেও ছিলো না। তবে যাইহোক এমন পরিবেশে আশার কথা শোনালো আবহাওয়া দপ্তর।




হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরের দুই পার্বত্য জেলা - দার্জিলিং এব কালিম্পঙে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহে আজকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


এদিকে আগামিকাল এবং পরশুও মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এই দু'দিন। তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই দু'দিনও বৃষ্টি জারি থাকতে পারে। 


তবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে-


কোচবিহার- আগামী ৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৭ সেপ্টেম্বর হালকা বৃষ্টি এবং ৮ থেকে ১০ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


আলিপুরদুয়ার - আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৮ সেপ্টেম্বর হালকা বৃষ্টি এবং ৯ থেকে ১০ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


জলপাইগুড়ি- আগামী ৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৭ সেপ্টেম্বর হালকা বৃষ্টি এবং ৮ থেকে ১০ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর - আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর হালকা বৃষ্টি এবং ৮ থেকে ১০ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।