শিক্ষক দিবস উপলক্ষে আলিয়া মডেল মিশনের তরফে রক্তদান শিবির ও শিক্ষা সেমিনার 

Teachers day celebration


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: 


শিক্ষক দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সিহল বেলপুকুর এলাকার আলিয়া মডেল মিশনের তরফে হলো একটি রক্তদান শিবির ও শিক্ষা সেমিনার। সাড়ম্বরে, সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান ও শিক্ষা সেমিনারের মধ্যে দিয়ে শিক্ষক দিবস দিনটি পালন করা হলো আলিয়া মডেল মিশনের তরফে। 



মূলত, মঙ্গলবার ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বেলা বারোটা থেকে রক্তদান শিবির ও শিক্ষা সেমিনারের সূচনা হয়। মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদান করেন। এরপর প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা, শংসাপত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আল আমীন মিশন, জনাব মাউদ্দিন আহমেদ চেয়ারম্যান আল আমিন মিশন, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন, আবেদুর রহমান সম্পাদক আলিয়া মডেল মিশন এছাড়াও আলামিন মিশনের আরও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব সহ আলিয়া মডেল মিশনের ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবকরা। 



জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সিহল গ্রাম থেকে আরো প্রত্যন্ত গ্রাম বেলপুকুরে ছাত্র সমাজকে শিক্ষার মাধ্যমে আলোকিত ও প্রসারিত করায় আলিয়া মডেল মিশনের উদ্দেশ্য বলে জানান সম্পাদক আবেদুর রহমান। আলিয়া মডেল মিশনের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষরা। 



এইদিন শিক্ষক দিবস উপলক্ষে বেলপুকুর আলেয়া মডেল মিশনে রক্তদান শিবির ও শিক্ষা সেমিনারে উপস্থিত অভিভাবকদের হাতে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠান প্রাঙ্গনে সকলের উপস্থিতি চলে যথেষ্ট লক্ষণীয়।