ক্ষুদে পড়ুয়াদের আয়োজনে সারদা নিকেতনে পালিত হল শিক্ষক দিবস 

Sarada niketan



৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। কোচবিহার জেলার ঘোকসাডাঙার প্রেমের ডাঙা এলাকার সারদা নিকেতনে এক অন্য রূপে পালিত হল শিক্ষক দিবস। বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্ষুদে পড়ুয়ারা সব আয়োজন করেছে আর তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অভিভাবক অভিভাবকারাও। 



এদিন প্রতিদিনের মতোই প্রার্থনার পর ক্লাসে যায় শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষিকাদের একটু পরেই শিক্ষক দিবস উদযাপনের কথা জানায় শিক্ষার্থীরা। শুরু হয় অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তি সহ একাধিক ক্ষেত্রে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়। অনুষ্ঠানের পরিচালনা করেন প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মা মনিকা পারভীন। 



এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির তত্ত্বাবধায়ক জয়দীপ বর্মন, কোষাধ্যক্ষ মনোজ বর্মন, সদস্য তপন বর্মন ও ভূষন বর্মন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপ্তী বর্মন, প্রিয়শ্রী রায়, পায়েল দে, জয়শ্রী ডাকুয়া, মৃনাল সূত্রধর ও নার্গিস পারভীন। কেক কেটে উদযাপন করা হয় শিক্ষক দিবস। শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের তরফেই শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। একটি উপহার দেওয়া হয় বিদ্যালয়কেও। 



শিক্ষার্থীদের উৎসাহ ও আয়োজনে মুগ্ধ সকলেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপ্তী বর্মন আজকের এই অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবকাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।