G20-ভেন্যু ভারত মণ্ডপমে থৈ থৈ জল, কটাক্ষ বিরোধী শিবিরের
G20 এর বৈঠক বসেছে দিল্লীতে। ৯ ও ১০ই সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক হয় রাষ্ট্রনেতাদের। আর সেই বৈঠকের জন্য আধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে দিল্লীকে। দিল্লির মণ্ডপমে বসেছে বৈঠক। বৃষ্টির পর G20 সম্মেলনের ভেন্যু জলমগ্ন হওয়ায়, সোশাল মিডিয়ায় সরব হলেন বিরোধীরা। 'ভারত মণ্ডপমে'র সাজসজ্জা দেখে তো চোখ ধাঁধিয়ে গেছে গোটা বিশ্বের! আর সেখানেই, রবিবার ধরা পড়ল জল থইথই ছবি! যদিও সংবাদ একলব্য এর সত্যতা যাচাই করেনি।
জল থইথই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সাকেত। তৃণমূলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে লিখেছেন, ' এক সাংবাদিকের দেওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে আজ G20 শীর্ষ সম্মেলনের ভেন্যু প্লাবিত হয়েছে। ৪ হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিকাঠামোর অবস্থা। G20 তহবিলের এই ৪ হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছে মোদি সরকার?'
নাম না করে মোদিকে নিশানা করলেন প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বললেন, ' আজ সকালে তো আমি দেখলাম, যে G20 যখন হচ্ছিল, তখন বৃষ্টি এল আর সব ধুয়ে গেল...যা আমাদের দেশবাসী ভয়ে বলতে পারছেন না, সেটা ভগবান বলে দিলেন। যে নিজের অহঙ্কার কম করো। এই দেশ তোমাকে তৈরি করেছে। এই দেশ নেতা তৈরি করেছে। এই দেশকে আগে রাখ। এই দেশের মানুষকে সবার উপরে রাখ।'
এদিকে, যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বিভি লিখেছেন, 'উন্নয়ন সাঁতার কাটছে।'
এদিকে তৃণমূল বিরোধীরা আক্রমণ সানিয়েছে তৃণমূলকে। শনিবার ভারত মণ্ডপমে আয়োজন করা নৈশভোজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের একাংশ প্রশ্ন তুলেছে।
সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন বলেন, ' প্রেসিডেন্ট অফ ভারতের ডাকা নৈশভোজে মমতা গেলেন কেন? যোগী-শাহদের মাঝে বসলেন কেন? বেআইনি কাজকে সমর্থন করছেন কেন মুখপাত্র, দলনেত্রীকে জিজ্ঞেস করুন'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊