Dhupguri Bypoll : রাত পোহালেই ভোট, ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে জেনেনিন কিছু তথ্য 

Dhupguri Bypoll



রাত পোহালেই ভোট। বিধায়কের অকাল প্রয়ানে উপ নির্বাচন হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভায়। কাল সকাল ৭ টা থেকে ভোট গ্রহন। চলবে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। ২৬০ টি  কেন্দ্রে ভোট গ্রহন হবে। এদিন সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে জলপাইগুড়ি ডি সি আর সি সেন্টারে (ডিস্টিবিউশন কাম রিসিভিং সেন্টার)। ইভিএম নিয়ে এখান থেকে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। চলছে চুড়ান্ত মুহুর্তের প্রস্তুতি।


ধূপগুড়ি উপ নির্বাচনঃ

ভোটদানের সময় : সকাল সাতটা থেকে বিকেল ৬ ’টা ৩০।
মোট ভোটার : ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন।
মহিলা ভোটার : ১ লক্ষ ৩১ হাজার ৩০৮
পুরুষ ভোটার : ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪

তৃতীয় লিঙ্গ : ৩ জন

মোট প্রার্থী : ৭
মোট বুথ : ২৬০
মডেল বুথ : ২
মোট ভোট কর্মী : ১২০০
স্পর্শকাতর বুথ: ৭২

অতি স্পর্শকাতর বুথ : ৩৭
মোট কেন্দ্রীয় বাহিনী : ৩০ কোম্পানি।
মোট রাজ্য পুলিশ : ৭৫৮ জন।

স্পর্শকাতর বুথ : চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ।
নাকা পয়েন্ট : ৭ টি
হেলিপ্যাড : নেই
ক্যামেরা ও ওয়েবকাস্টিং : ২৬০ বুথে

সাধারণ পর্যবেক্ষক : কৈলাশ শুকদেও পাগাড়ে (৯৮৬৭০৬৯১৪২)

পুলিশ পর্যবেক্ষক : চিলু ভলু শ্রীকান্ত (৭৭০২২০৯৯৯৯)