গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২৩
দীপাঞ্জন দে: নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য একটি বাড়ি হলো গ্রেস কটেজ। সেই ঐতিহাসিক ভবনে ৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগরের এই হেরিটেজ ভবন গ্রেস কটেজে কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিশীল জীবনের প্রায় আড়াই বছর (১৯২৬-১৯২৮ খ্রি.) অতিবাহিত করেছিলেন। এই বাড়িটিতে তিনি সপরিবার ছিলেন। এখানেই সৃষ্টি হয়েছিল বাংলা গজল গানের।
কৃষ্ণনগরের সঙ্গে কাজী নজরুলের আরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বর্তমানে গ্রেস কটেজ ভবনটি দেখভালের দায়িত্বে রয়েছে কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা সুজন বাসর।
২০২২ সাল থেকে তারা অর্থাৎ ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’ একজন নজরুল গবেষককে ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রদান শুরু করেছে। প্রথম বছর ‘গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২২’ প্রদান করা হয়েছিল বাংলার স্বনামধন্য নজরুল গবেষক ড. বাঁধন সেনগুপ্তকে। ৪ সেপ্টেম্বর ২০২২, (রবিবার) বাঁধন সেনগুপ্তের হাতে সেই সম্মান তুলে দেওয়া হয়েছিল। আর এবছর ‘গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২৩’-এ ভূষিত হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি আমিনুল ইসলাম। ৩ সেপ্টেম্বর, ২০২৩ (রবিবার) ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-র পক্ষ থেকে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী আমিনুল ইসলামের হাতে পুরস্কার স্মারকটি তুলে দেন।
গ্রেস কটেজের প্রথা মেনে নজরুলের আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। মাল্য অর্পণ করেন তারান্নুম সুলতানা মীর, আমিনুল ইসলাম, শিবনাথ চৌধুরী এবং সুজন বাসরের সভাপতি দীপঙ্কর দাস। এরপর উদ্বোধন সংগীত হিসেবে সমবেত কন্ঠে ‘দুর্গম গিরি কান্তার মরু’ গাওয়া হয়, যাতে অংশগ্রহণ করেন শঙ্খশুভ্র সরকার, দীপঙ্কর দাস, চঞ্চল ঘোষ, ইনাস উদ্দীন এবং সুকৃতি ঘোষ।
গ্রেস কটেজের পক্ষ থেকে এদিন স্বাগত ভাষণ রাখেন দীপাঞ্জন দে। ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রদান সম্পর্কিত কিছু কথা এবং সুজন বাসরের বাৎসরিক কর্মকাণ্ডের কথা তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে। স্বাগত ভাষণের পর পুরস্কার প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরস্কার প্রাপক আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে গ্রেস কটেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নজরুল বিষয়ক কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রেস কটেজের সম্পাদক ইনাস উদ্দীন। সভাপতি দীপঙ্কর দাস ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊