Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক রাতেই চুরি গেল ৬টি দোকান! চাঞ্চল্য এলাকাজুড়ে

এক রাতেই চুরি গেল ৬টি দোকান! চাঞ্চল্য এলাকাজুড়ে 

Six shop theft


চৌধুরীহাট

চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারী বাজারে ছয়টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরনে জানা গিয়েছে রবিবার গভীর রাতে সংশ্লিষ্ট বাজারে থাকা ছয়টি ভিন্ন দোকানে চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। 



বাজারে থাকা ব্যাবসায়ী চন্দন কর্মকারের জুয়েলারী দোকান, জিয়ারুল হক ও ফয়েজ উদ্দিন মিয়ার দুটি গালামাল দোকান, নির্মল শীলের সেলুন দোকান, মজিদ মিয়ার কাপড়ের দোকান, রুমেত ইসলামের কম্পিউটার দোকানে চুরি করে দুষ্কৃতীরা। সমস্ত দোকানে বেশকিছু মালপত্র এবং নগদ আনুমানিক পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে সর্বাপেক্ষা জুয়েলারী দোকান থেকে স্বর্ন ও রৌপ্য অলংকার চুরি যায়, যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষাধিক টাকা। 



সোমবার সকাল আটটা নাগাদ সকল ব্যবসায়ীরা নিজেদের দোকান খুলতে এসে দেখতে পান কোন দোকানের দেওয়াল ভাঙ্গা অবস্থায় আছে আবার কোন দোকানের টিনের চাল কাটা, আবার কোন দোকানে টিনের বেড়া কাটা অবস্থায় আছে। এরপর তারা সকলেই বুঝতে পারেন তাদের দোকান গুলি চুরি গিয়েছে। এরপর খবর দেওয়া হয় নয়ারহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নয়ারহাট থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code