বন্দুক ও গুলি সহ এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ

সিতাই



একটি বন্দুক ও গুলি সহ এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। বুধবার রাতে দিনহাটার সিতাই ব্লকের বরথর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ওই যুবককে গ্রেফতার করা হয়।

ধৃত ওই যুবকের নাম হাসিন মিয়া(23)। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

ঘটনার বিবরণের জানা গিয়েছে, এদিন সিতাই ব্লকের বরথর এলাকায় ওই যুবক অপেক্ষা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর জানতে পারে। সাথে সাথে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই যুবককে আটক করে।

যুবকটির কাছ থেকে তল্লাশি চালিয়ে এক রাউন্ড গুলি সহ একটি বন্দুক উদ্ধার করে। পাশাপাশি কি কারনে ওই যুবক গুলি সহ বন্দুক নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিল এবং কোথা থেকে কিভাবে এই বন্দুক সংগ্রহ করে, তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ।

এদিন তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।