চাকরীর নামে টাকা ! পুলিশের হাতে আটক সিতাইয়ের শিক্ষক, বিজেপি করে বলে হেনস্থা !
এবার চাকরি দেয়ার নাম করে চাকরী প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সিতাই হাইস্কুলের সহকারী শিক্ষক তথা স্থানীয় বিজেপি নেতা সুকুমার দাসকে গ্রেফতার করলো সিতাই থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে সিতাই উচ্চ বিদ্যালয়ে কর্মরত সুকুমার দাস দিনহাটা ওকড়াবাড়ি এলাকার চার যুবককে চাকরির কথা বলে টাকা নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সময় পার হয়ে গেলেও চাকরি দিতে না পারায় ওই যুবকেরা শিক্ষককে টাকার জন্য তাগাদা দিতে থাকে।
অভিযোগ, দীর্ঘদিন থেকে টাকা ফেরত না পাওয়ায় চার যুবক মিলে অভিযুক্ত সুকুমার রায়কে দিনহাটা ওকরাবাড়ি এলাকায় আটকে রাখে। এদিকে নিজের আটকে রাখার খবর মোবাইল ফোনে সুকুমার রায় তার স্ত্রীকে জানালে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর দেয় সিতাই থানায়। পরবর্তীতে সিতাই থানার পুলিশ ওকড়াবাড়ি এলাকা থেকে চার যুবকসহ ঐ শিক্ষককে আটক করে।
তবে চাকরির কথা বলে টাকা নেয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুকুমার রায় জানান যেহেতু তিনি বিজেপি করেন তাই সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া বিধানসভা ভোটের পর থেকেই তার দলীয় কিছু ছেলেকে লেলিয়ে দিয়ে তাকে হেনস্তা করছে।
অপরদিকে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া জানান গ্রেফতারের কথা তিনি আজ শুনেছেন। চাকরির টাকা তোলার ব্যাপারে বিধায়ক আরো জানান শুধু ওকড়াবাড়ি এলাকার যুবকরাই নয় অভিযুক্ত ঐ শিক্ষক তার নিজের স্কুলের অনেক সহকর্মীর কাছ থেকেও টাকা তুলেছে এমনকি স্কুল পার্শ্ববর্তী এলাকার অনেক বাড়ি থেকেও টাকা তুলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊