Dengue: ডেঙ্গুতে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ
ডেঙ্গুতে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন নতুন ডেঙ্গু রোগী। এরআগে, গত ২ সেপ্টেম্বর ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজধানী ঢাকার ১০ জন, ১১ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ১৫ জনের মধ্যে ঢাকায় ৮৫৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮১০ জনে।
জানাগেছে- বর্তমানে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৪৪৪ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।
এদিকে আমাদের রাজ্যেও ডেঙ্গু ভয়াবহ অবস্থা ধারন করেছে। ইতিমধ্যে দুর্গাপুজো তো বটেই, কালীপুজোতেও ছুটি বাতিল করে দিয়েছে কলকাতা পুর স্বাস্থ্যদপ্তর। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির দিকে নজর রেখে অক্টোবর-নভেম্বরে সমস্ত ছুটির দিনেও কাজ করবে পুরসভার স্বাস্থ্যবিভাগ।
গ্রামে এবং শহরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গে ডেঙ্গু আক্রান্ত ২৬ হাজার ছ’শো। কলকাতাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। কলকাতা পুরসভা জানিয়েছে, ২০২২-এ কলকাতায় মোট ডেঙ্গু আক্রান্ত ছিল ২৪০০। ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা ছুঁয়েছে ২,৭০০।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊