G20 সামিটে গঠিত হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স
G20 সামিটে গঠিত হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নতুন করে গঠিত হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স। মোট ১৯টি দেশ এবং ১২টি বৈশ্বিক সংস্থা নিয়ে গঠিত এই অ্যালায়েন্স।
ভারত, আমেরিকা, ব্রাজিল সহ ১৯টি দেশ মিলে গঠিত হয়েছে গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স। বায়োফুয়েল সরবরাহ এবং উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এই জোটের মূল দায়িত্ব হবে বলেই জানা গেছে। যেভাবে দিনের পর দিন জ্বালানির দাম বাড়ছে পাশাপাশি দূষনের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাতে এই জোটের কাঁধে উঠবে বড় দায়িত্ব।
ভারত, আমেরিকা এবং ব্রাজিল ছাড়াও আর্জেন্টিনা, বাংলাদেশ, ইতালি, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহিও রয়েছে এই ১৯ দেশীয় জোটে। পর্যবেক্ক সদস্য হিসেবে রয়েছে কানাডা এবং সিঙ্গাপোর।জোটের ১৯টি দেশের মধ্যে ৭টি জি২০ গোষ্ঠীভুক্ত, চারটি দেশ জি২০ আমন্ত্রিত এবং আটটি দেশ বাইরের।
শুধু তাই নয় ১২টি বৈশ্বিক সংস্থা এই জোটে স্মৃতি জানিয়েছে। বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এবং ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মতো সংস্থা সম্মতি জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊