G20 Summit: নতমস্তকে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রনেতারা
রবিবার জি-২০ সম্মেলনের শেষ দিনে সকালে রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে জি২০ সদস্য দেশের রাষ্ট্রনেতারা। এদিন সকালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ সকলেই এক এক করে পৌঁছন রাজঘাটে। সেখানে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদেন করেন তাঁরা।
গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে হাজির হন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি টেড্রোস আধানম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সহ আরও অনেকে।
রাজঘাটে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সকলকে এক এক করে স্বাগত জানান তিনি। গলায় উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান তিনি। প্রত্যেক রাষ্ট্রনেতার গলাতেই ছিল ঘিয়ে রঙের খাদির উত্তরীয়। হলুদ-কমলা গাঁদা ফুল ও সাদা রঙের ফুল দিয়ে সমাধিস্থলের গোটা চত্বরটি সাজানো হয়। নতমস্তকে গান্ধীজিকে শ্রদ্ধা জানান সকলে।
এর পর সারিবদ্ধ ভাবে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে যান। সেখানে এক এক করে পুষ্প নিবেদন করেন সকলে। পুষ্পস্তবকের উপর রাষ্ট্রনেতা, দেশের নামের উল্লেখ ছিল।গান্ধীজির প্রিয় গান গুলি নিয়ে লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊