Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিনেতা সোহম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

অভিনেতা সোহম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী



দক্ষিণ ধূপঝোরার এক রিসর্ট থেকে অজগর উদ্ধারে পিছু ছাড়ছে না বিতর্ক। নাম জড়িয়েছে অভিনেতা সোহম সহ জনাকয়েকের। শিডিউল ওয়ানে থাকা প্রাণীর ওপর অত্যাচারের অভিযোগে সরব পরিবেশপ্রেমীরা।

মঙ্গলবার জলপাইগুড়ির অরণ্য ভবনে গিয়ে প্রতিবাদ জানালেন যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। এর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপিও দেন তারা। উদ্ধার হওয়া অজগরের ওপরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এই ছবিও জমা দেওয়া হয় স্মারকলিপির সাথে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজ প্রতিম সেনের হাতে এই স্মারকলিপিটি তুলে দেন পরিবেশপ্রেমীরা। এদিনের কর্মসূচীতে যৌথ পরিবেশ মঞ্চের তরফে হাজির ছিলেন জ্যোতি প্রসাদ রায়, সঞ্জয় দাস, সূর্যকমল বণিক, তুলসি ধর সহ অন্যান্যরা।

মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিত দত্ত চৌধুরী বলেন, অজগরটিকে উদ্ধারের পর নক্কারজনক ঘটনা ঘটেছে৷ কেউ পিঠে দাঁড়িয়েছেন, অনেকে হাতে ধরে সেলফি তুলেছেন। শুটিংয়ের কারণে ওই রিসর্টে অভিনয় জগতের অনেকেই ছিলেন। বন্যপ্রাণীর সাথে এধরণের ঘটনা বরদাস্ত করা যায়না। ১৯৭২ সালের বন্যপ্রাণ আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যৌথ পরিবেশ মঞ্চ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code