Dengue Vaccines: প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে! আসছে ডেঙ্গুর ভ্যাকসিন

Dengue


প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে! আসছে ডেঙ্গুর ভ্যাকসিন। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে বাজারে কি আসবে ডেঙ্গুর ভ্যাকসিন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আগামী নভেম্বরে আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ডেঙ্গুর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার কথা। বাংলার বেলেঘাটা নাইসেড সহ দেশের মোট ২০টি কেন্দ্রে ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা।



প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড ডেঙ্গি ভ্যাকসিন তৈরির কাজ আগেই শুরু করেছিল। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল আগেই শেষ হয়ে গেছে। বাকি তৃতীয় পর্যয়। আর যা শুরু হতে চলেছে নভেম্বরে। জানা গেছে চলতি বছরে মার্চ-এপ্রিলে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভ্যাকসিনে কিছু জটিলতার কারণে সেই তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালটি পিছিয়ে যায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয় বলে খবর। 



সম্প্রতি রাজ্যে বেড়েছে ডেঙ্গুর তাণ্ডব।