রিমো সাহা-রাজ্যের এই সিভিক ভলান্টিয়ার বাংলার মুকুটে জুড়েছেন একাধিক গর্বের পালক
রিমো সাহা । রাজ্যের সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত এই যুবক বাংলার মুকুটে জুড়েছেন একাধিক গর্বের পালক। রিমো সাহা একজন বিশেষ চাহিদা সম্পন্ন সাঁতারু। একটা পায়ে সমস্যা রয়েছে তাঁর। কিন্তু অদম্য মনের জোরে ইতিমধ্যেই জলের বুকে বহু সাফল্য পেয়েছেন তিনি। পেরিয়ে গিয়েছেন বহু চ্যালেঞ্জিং জলপথ। সেই ধারা বজায় রেখে গত জুলাই মাসে ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাপার করেন তিনি।
রিমোর সঙ্গে ছিলেন অসম, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের আরও পাচঁ সাঁতারু। রিমো-সহ মোট ৬ জন মিলে ইংলিশ চ্যানেলের বুকে গা ভাসান। ১৯ জুলাই ভারতীয় সময় সকাল আটটায় শুরু হয় অভিযান। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁরা টু ওয়ে পারপারা করতে সক্ষম হন তিনি। দলের একমাত্র বাঙালি সদস্য রিমো। তাঁর দাবি প্রথম বাঙালি হিসেবে তিনিই ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাপার করেছেন।
এখনো পর্যন্ত জাতীয় স্তরে ৫১ টি স্বর্ন পদক, ৩৮ টি রৌপ্য পদক, ১৯ টি ব্রঞ্জ পদক এবং সাথে ৫ টি ইন্ডিভিজুয়াল ন্যাশনাল রেকর্ড ছিনিয়ে এনেছেন রিমো। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মার্চ মাসে সাউথ আফ্রিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাথে আমেরিকায় পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে সবথেকে কঠিন সাঁতার কাটতে চলেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊