বাসন্তীরহাট শিশু মন্দিরে সাড়ম্বরে পালিত বিবেক জয়ন্তী ও মাতৃ-পিতৃ পূজন
নিজস্ব সংবাদদাতা, বাসন্তীরহাট, ১২ জানুয়ারি: সোমবার বাসন্তীরহাট শিশু মন্দিরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল বিবেক জয়ন্তী উৎসব। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ শিশু মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয় এবং তা পরিক্রমা করে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তীরহাট কুমুদিনী উচ্চতর বিদ্যালয়ের সহ-শিক্ষক রঞ্জিত মোদক, বামনহাট উচ্চতর বিদ্যালয়ের অশোক রায় এবং বিদ্যালয় পরিচালন সমিতির কোষাধ্যক্ষ প্রদীপ সরকার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্র রক্ষিত, যমুনা রক্ষিত সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর মা সরস্বতী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আমন্ত্রিত অতিথিরা স্বামীজির জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন এবং বিদ্যালয়ের এক শিক্ষিকা ‘বিবেক জীবনী’ পাঠ করেন। আরও পড়ুন ঃ স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে জেনে নিন জীবন বদলে দেওয়া ১০টি অমোঘ বাণী
এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুপুর ১২টায় আয়োজিত ‘মাতৃ-পিতৃ পূজন’ কর্মসূচি। এই বিশেষ পর্বটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনেদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি ছাত্রছাত্রীরা যোগাসনও প্রদর্শন করে। অবশেষে বিকেল ৩টে নাগাদ সমবেত রাষ্ট্র বন্দনার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊