জাতীয় সড়ক নয় যেন মরণ ফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জাতীয় সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এটি ধুপগুড়ির এশসিয়ান হাইওয়ে ৪৮ এর স্টেশন সংলগ্ন এলাকা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিও হয়নি কাজ, খোপ প্রকাশ করেন গাড়িচালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
এই রাস্তা ধরে নিত্যদিন চলাচল করতে হচ্ছে গাড়ি চালকদের। শনিবার জলপাইগুড়ি জেলা জুড়ে একদিকে যখন বৃষ্টি অপরদিকে রাস্তার বেহাল অবস্থা। সমস্যায় পড়েছেন গাড়িচালক থেকে শুরু করে পথ চলতি মানুষ।
রাস্তা সংস্কারের জন্য জানানো হয়েছিল এশিয়ান হাই অথরিটিকে কিন্তু কোন কাজ হয়নি। পরবর্তীতে জানানো হয় ধূপগুড়ি স্টেশনের আরপিএফ থেকে শুরু করে স্টেশন মাস্টারকেও এ বিষয়ে জানানো হয় তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এই রাস্তা ধরে জলপাইগুড়ি এমনকি শিলিগুড়ি যেতে হয় গাড়ি চালকদের।
গাড়ি চালকদের অভিযোগ কত দিনে হবে এই রাস্তার কাজ তা কেউ জানে না। নিত্যদিনের সমস্যা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে রাস্তা ছাড়াই এর কাজ কবে সম্পন্ন হয়। সেটাই দেখার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊