বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, খুশি স্থানীয়রা


Program




জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: 

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সমসিয়া এলাকায়। একটি বেসরকারি ডি এল এড কলেজের উদ্যোগে হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির।



টাকা পয়সার অভাবে অনেকেই পাননা সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান । এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে । সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।




এর পাশাপাশি এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের এই সংগঠনের মাধ্যমে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।



উক্ত অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, কুশমন্ডি থানার আইসি তপন পাল, কুশমন্ডি অবর বিদ্যালয় পরিদর্শক রমন দাস,কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ও আল আমিন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোক্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা।



এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন এইরকম সংগঠন কুশমন্ডির মত প্রত্যন্ত এলাকায় যেভাবে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে। অনেকে পয়সার অভাবে উন্নততর চিকিৎসা করাতে পারেন না তাদের জন্য এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।