ভুয়ো খবর ছড়ানোয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়
ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ
মিথ্যা রটনা করায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। সুকান্তর ভুয়ো রটনার জবাবে তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন তিনি বিজেপির কাছে ভোটে লড়ার টিকিট চাননি। বরং সংশ্লিষ্ট বিজেপি জেলা নেতৃত্বই তাঁকে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দিয়েছিল।
প্রফেসর জানান, সেই সময় বিজেপির জেলা সভাপতি একাধিকবার তাঁর বাড়িতে এসেছিলেন, যাতে প্রফেসর নির্মল চন্দ্র রায় বিজেপির টিকিটে ভোটে লড়তে রাজি হয়ে যান। এমনকী, বিজেপি জেলা সভাপতি প্রফেসরকে রাজি করানোর বহু প্রয়াসও করেন। এই প্রসঙ্গে প্রফেসর বলেন, ‘‘আমি বিজেপির মতাদর্শে বিশ্বাসী নই। সেই কারণেই অত্যন্ত বিনম্রভাবে ওঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করি। কিন্তু, এখন সেই ঘটনার অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এভাবে মিথ্যা ছড়ানোর আগে ওঁদের নিজেদের দলের নেতাদের সম্পর্কে খোঁজখবর করে দেখা এবং তাঁদের কার্যকলাপ খতিয়ে দেখা উচিত।’’
আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রফেসর বলেন, ‘‘গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় আমি ওঁর কাছে গিয়ে দলের টিকিট চেয়েছিলাম। আমার মতে, যেহেতু তিনিও একজন শিক্ষক, তাই কোনও কথা বলার আগে ওঁর অবশ্যই সত্যাসত্য যাচাই করে নেওয়া উচিত।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊