পুজোর পরেই ছাত্র সংসদ নির্বাচন, ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Mamata Banerjee


দীর্ঘদিন যাবত কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে বন্ধ ছাত্র সংসদে নির্বাচন আর এই নির্বাচন বন্ধ ঘিরে এই শাসক দলকেই আক্রমণ ছাড়িয়েছে বিরোধীরা। ছাত্র নির্বাচন হচ্ছে না কেন, কেন ছাত্র ভোট বন্ধ হয়ে রয়েছে এমন নানা প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধী। তবে এবার ছাত্র নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।




তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি পূজোর পরেই ছাত্র সংসদের নির্বাচন করানোর ইঙ্গিত দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর পরেই হতে পারে ছাত্র-সংসদ নির্বাচন। প্রয়োজনে বিলে সংশোধনী আনা হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেই কথাও শোনা যায় তাঁর মুখে।




তিনি আরও বলেছেন, 'কলেজ পড়ুয়ারাই সংশ্লিষ্ট কলেজে নির্বাচন করবে। পুলিশকে বলব, কোনও বহিরাগতকে যেন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নাক গলাতে না দেওয়া হয়। স্থানীয় নেতারাও ছাত্রদের পাশে থাকবেন। পতাকা-ঝালমুড়ি কিনে দিয়ে সাহায্য করবেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, কেউ পাশে দাঁড়াত না। নবীন বরণের ব্যবস্থাও করে দিতে হবে স্থানীয় নেতাদের।'