সমাজকর্মে যুবসমাজকে যুক্ত করতে ছাত্র যুব স্বেচ্ছাসেবক সম্মেলন
উই আর দ্য কমন পিপল এবং অ্যাকশনএইড একটি ছাত্র স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কোলকাতার সেরাম হলে ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশনএইড ইন্ডিয়ার আঞ্চলিক অধিকর্তা সুরজিৎ নিয়োগী, শিল্পপতি সন্দীপন বিশ্বাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক অশেষ মুস্তাফি প্রমুখ।
সুরজিৎ নিয়োগী ব্যাখ্যা করেন কিভাবে যুব সমাজের প্রতিটি কোণে শিক্ষা ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। এটা বলা হয় যে ছাত্ররা কিভাবে সামাজিক উন্নয়নে একসাথে যোগদান করতে পারে এবং বিভিন্ন স্কুল বা বস্তিতে স্বেচ্ছাসেবক হিসাবে পড়াতে পারে। শিক্ষার্থীরা তাদের কাজের মধ্যেও পড়াশোনা শেষ করার পর অতিরিক্ত সময় দিয়ে স্বেচ্ছায় সমাজের উন্নতি তে যোগদান করতে পারেন। কর্মসংস্থান সৃষ্টির জন্য অ্যাকশনএইড কিভাবে রোজগার মেলার আয়োজন করে থাকে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়।
উই আর দ্য কমন পিপল এর তরফ থেকে সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান , বর্তমানে ভারত সবথেকে বেশী যুব জনসংখ্যার দেশ এই দেশের মোট জনসংখ্যার ৭০% এর বয়স ৩৫ বছরের কম। এই জনসংখ্যা কে দেশের প্রগতির কাজে ব্যবহার করতে অ্যাকশনএইড ইন্ডিয়া বিভিন্ন পটভূমি থেকে স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করে, দেশের বিভিন্ন অঞ্চলে তার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প এবং প্রচারে বিভিন্ন দক্ষতা প্রদর্শন করার সুযোগ করে দেয় ।
তিনি আরও বলেন- উই আর দ্য কমন পিপল ও অ্যাকশনএইড ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে এই প্রক্রিয়া কে গতিশীল করতে সচেষ্ট হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই যুব শক্তির সদর্থক ব্যবহার অত্যন্ত জরুরী না হলে এই যুব শক্তির ভুল দিকে পরিচালন দেশের অগ্রগতির পক্ষে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊