রাতভর ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বানারহাট এর হাতি নালা

Flood area



জয়ন্ত বর্মণ, জলপাইগুড়ি, বানারহাটঃ 

রাতভর ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বানারহাট এর হাতি নালা। জলপাইগুড়ি বানারহাট এর বিভিন্ন চা বলয় গুলি জলমগ্ন হয়ে পড়ে। বানারহাট বাজারে বিভিন্ন পাড়াতেও জল ঢুকে যায়। ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসায়িকদের। ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়ীর দোকানে জল ঢুকে গিয়ে সমস্যা তৈরি হয়। পাম্প সেট লাগিয়ে জল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ দোকান দারেরা। 



অন্যদিকে জলের স্রোতে বানারহাট জাতীয় সড়কের রাস্তার পিচ উঠে যায় স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ে।



অন্যদিকে বানারহাট হাতিনালার জল ফুলে ফেঁপে ওঠায় রেললাইনের উপর দিয়ে জল বইতে শুরু করে গত কাল রাতে। ৯৩/১ এবং ৯৩/২ পিলারের মাঝামাঝি এলাকার লাইনের মাটি পাথর ধসে যায়। ফলে বানারহাট হয়ে রেললাইনে রেল চলাচল আপাতত বন্ধ। রেলকর্মীরা দ্রুত মেরামতের কাজে নেমে পড়েছেন। এলাকায় নামানো হয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ।