সূর্যের রহস্যভেদে পাড়ি দিচ্ছে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১
চাঁদের পর এবার সূর্যের লক্ষ্যে আইএসআরও ( ISRO Solar Mission)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানিয়েছে ২রা সেপ্টেম্বর সোলার মিশন (ISRO Solar Mission) শুরু হতে চলেছে। সোমবার ২৮ আগস্ট ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO) আদিত্য এল-১ (Aditya L-1) লঞ্চ হবে ২ সেপ্টেম্বর। শ্রীহরিকোটার স্পেস পোর্ট থেকেই শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে আদিত্য এল-১ মহাকাশযান লঞ্চ বা উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ইসরো (ISRO Solar Mission)।
এই প্রথমবার সোলার মিশনে (ISRO Solar Mission) যাচ্ছে ভারত। জানা গিয়েছে, ইসরো এই মহাকাশযান তৈরি করেছে এমন ডিজাইনে যা সোলার করোনার প্রত্যন্ত অংশও নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। সূর্যের আবহাওয়া-পরিবেশ অর্থাৎ সোলার অ্যাটমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১ মহাকাশযান (Aditya L-1)। সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করাও ইসরোর সোলার মিশনের (ISRO Solar Mission) অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের কাছে এই সোলার উইন্ড আসলে অরোরা নামে পরিচিত।
সোশ্যাল মিডিয়ায় X -এ ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে আদিত্য এল-১ (ISRO Solar Mission) উৎক্ষেপণ করা হবে। সাধারণ মানুষ এই লঞ্চ ইভেন্ট দেখতেও পাবেন। তার জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় রেজিস্ট্রেশন করতে হবে তা 'এক্স' পোস্টেই জানিয়েছে ইসরো (ISRO Solar Mission)।
জানা গেছে, সাতটি পেলোড রয়েছে মহাকাশযানে। ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের একদম বাইরের লেয়ার বা আস্তরণগুলি এর সাহায্যে পর্যবেক্ষন করা হবে। একেই বলা হয় করোনা যা বিভিন্ন ধরনের ওয়েভ ব্যান্ডে সজ্জিত। সূর্যের রহস্যভেদে পাড়ি দিচ্ছে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১ (ISRO Solar Mission)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊