সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাদ বিজেপি বিধায়ক, বিজেপি বলেই কি বাদ! উঠছে প্রশ্ন

Rojgar Mela


ক্ষুদ্র,ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজনে বীরভূম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিল্পের সমাধানে মঙ্গলবার আট আগস্ট বীরভূম জেলার তাঁতিপাড়া খাদি ভবনে সকাল দশটা এবং সিউড়ি আইটিআই কলেজে অনুষ্ঠিত হয় রোজগার মেলা । যেখান থেকে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে । 



রোজগার মেলার আমন্ত্রণপত্রে বীরভূম জেলার জেলাশাসক,অতিরিক্ত জেলাশাসক,পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নাম রয়েছে বীরভূম জেলার দুইজন সাংসদ এবং দশজন বিধায়কের । এই দুইজন সাংসদ এবং দশজন বিধায়ক তৃনমূলের। 



কিন্তু,  দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহার আমন্ত্রণপত্রে নাম নেই । বিরোধী দলের বিধায়ক বলেই কি বঞ্চিত আমন্ত্রণপত্রে ? - এই প্রশ্নই ঘুরছে সোমবার সন্ধ্যা থেকে বীরভূম জেলার অন্দরে। এর আগে অবশ্য দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে দুবরাজপুর বিধায়কের নাম ছিল না । সেই ঘটনার পুনরাবৃত্তি হলো রোজগার মেলার আমন্ত্রণপত্রে ? 



এবিষয়ে বিধায়ক অনুপ সাহা বলেন, "সরকারি অনুষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত করেছে তৃণমূল । সরকারি মিটিং, সরকারি অনুষ্ঠানে জানানো হয় না । এর দায় এড়াতে পারে না সরকারি আধিকারিকরা ।"