আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই এসেছি : মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Chandranath Saha,



ক্ষুদ্র,ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজনে বীরভূম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিল্পের সমাধানে মঙ্গলবার সিউড়ি আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো রোজগার মেলা । বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় । আমন্ত্রণ পান নি জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা । এমনকি আমন্ত্রনপত্রে নাম ছিল না দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহার । 



এই বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমি বলতে পারবো না । আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাই এসেছি । জনপ্রতিনিধি সবাই, কয়জন এসেছে ? আমার দপ্তরের অনুষ্ঠান তাই আমাকে আসতে হয়েছে ।" 



জেলাশাসক বিধান রায়, সিউড়ি সদর মহকুমাশাসক অনিন্দ্য সরকার,সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী উপস্থিত ছিলেন। 



মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "সরকারি অনুষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত করেছে তৃণমূল । সরকারি মিটিং,সরকারি অনুষ্ঠানে জানানো হয় না । এর দায় এড়াতে পারে না সরকারি আধিকারিকরা ।"