মৃত বিজেপি কর্মীর বাড়িতে জাতীয় এসসি কমিশন
মহম্মদবাজার ব্লকের সারেনডা গ্রামে মৃত বিজেপি কর্মী দিলীপ মাহারার বাড়ীতে গিয়ে রবিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার । চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের বলেন, "মূল কালপ্রিট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না । এবার জাতীয় এসসি কমিশন ব্যবস্থা নেবে । পুলিশকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যের ছয় জায়গায় এসসি পরিবারের সঙ্গে দেখা করেছি কিন্তু প্রোটোকল অনুযায়ী ডিএম এসপি উপস্থিত থাকেননি । এখানেও তার অন্যথা হয়নি । একজন জুনিয়র অফিসারকে পাঠিয়ে দিয়েছিল ।"
অতিরিক্ত পুলিশ সুপার পরাগ নাগ,সিউড়ি সদর সিআই কিশোর সিনহা চৌধুরী উপস্থিত ছিলেন । দুপুরে সিউড়ি সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন, "পরিবারের পক্ষ থেকে কমিশনে অভিযোগ হয়েছে । ভোটের আগে এটা একটা পরিস্কার পলিটিক্যাল খুন । অফিসারদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে বলেছি । পরিবারের একজন সদস্যকে চাকরি,প্রথম কিস্তির চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা, তিনমাস ফ্রী রেশন দিতে বলেছি । ৩৩৮ নং জুডিশিয়াল পাওয়ার আছে অফিসার এমনকি আইএএস আইপিএস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে । আগে থেকে জানানো সত্ত্বেও এসপি আসলেন না । এসপি ছুটিতে আছে বলছে । দেরিতে হলেও ডিএম এসেছিলেন ।" বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের দলিত মন্তব্য প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, "হেয়ারিং তারিখ পড়ে গিয়েছে । অভিযোগ প্রমাণ হলে শাস্তি হবে ।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ছয় জুলাই ভোরে সারেনডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুলুপুকুরের ধার থেকে মহম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রামপঞ্চায়েতের ২২৪ নং বুথের বিজেপি সহসভাপতি দিলীপ মাহারার (৪৮) মৃতদেহ উদ্ধার হয় । বাড়ী সারেন্ডা গ্রামে । দিলীপের স্ত্রী ছবি মাহারা পালান সংসদ থেকে নির্দল প্রার্থী ছিল ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊