Breaking News:  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার গ্রেফতার হলেন ৪ জন শিক্ষক- (WB Primary Teachers Arrested) 

cbi
প্রতীকি ছবি 



শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার গ্রেফতার হলেন ৪ জন শিক্ষক (School Teacher Arrest) ৷ এতোদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উচ্চপদস্থ আধিকারিক, নেতা, মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এ বার প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল চার জন প্রাথমিক শিক্ষককে (WB Primary Teachers Arrested) 


জানাগেছে, কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় এই গ্রেফতারির (School Teacher Arrest) নির্দেশ দিয়ে বলছেনন, ‘এদের জন্যই এত কিছু হয়েছে৷’


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার চার জন প্রাথমিক শিক্ষককে গ্রেফতারির (WB Primary Teachers Arrested)  নির্দেশ দেয় আদালত৷ এঁরা সকলেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল৷

(ads1)

সূত্রের খবর মুর্শিদাবাদের এই চার প্রাথমিক শিক্ষককে ৩১৯ ধারায় আদালতে তলব করা হয়েছিল৷ এই চার জনকে সিবিআই সাক্ষী করেছিল৷ সেই চারজন সোমবার আলিপুর আদালতে হাজিরা দেন৷ তারপরেই তাঁদের জেল হেফাজতের নির্দেশ (WB Primary Teachers Arrested)  দেয় আদালত৷ এই চার শিক্ষকের নাম সাইগার হুসেন, সীমার হুসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল৷

(ads2)

আদালতে এই চার শিক্ষককে (School Teacher Arrest) গ্রেফতার করা হয়েছে৷ এ দিন প্রথমেই জামিনের আবেদন করেন এই শিক্ষকদের আইনজীবী৷ তবে বিচারপতি প্রশ্ন করেন, কেন এদের জামিন দেওয়া হবে৷ পাশাপাশি বিচারপতি শিক্ষকদেরও বলেন, তাঁদের কেন জামিন দেওয়া হবে, তা বলতে৷

আদালত প্রশ্ন তোলে ,দুর্নীতি কাণ্ডে প্রভাবশালীদের সঙ্গে সঙ্গে,যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরাও সমান দোষী (WB Primary Teachers Arrested) । এই প্রেক্ষিতে সিবিআই এবং ইডি-র তরফে জানানো হয়, যে সব ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদের নামের প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়েছে । ধীরে ধীরে আরও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের (WB Primary Teachers Arrested) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ।


আপাতত শুনানির পর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি৷ অর্থাৎ আগামী ২১ অগাস্ট পর্যন্ত এঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে৷ পরবর্তী শুনানি রয়েছে ২১ অগাস্ট৷