Breaking News: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার গ্রেফতার হলেন ৪ জন শিক্ষক- (WB Primary Teachers Arrested)
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার গ্রেফতার হলেন ৪ জন শিক্ষক (School Teacher Arrest) ৷ এতোদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উচ্চপদস্থ আধিকারিক, নেতা, মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এ বার প্রথম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল চার জন প্রাথমিক শিক্ষককে (WB Primary Teachers Arrested) ৷
জানাগেছে, কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় এই গ্রেফতারির (School Teacher Arrest) নির্দেশ দিয়ে বলছেনন, ‘এদের জন্যই এত কিছু হয়েছে৷’
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার চার জন প্রাথমিক শিক্ষককে গ্রেফতারির (WB Primary Teachers Arrested) নির্দেশ দেয় আদালত৷ এঁরা সকলেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল৷
সূত্রের খবর মুর্শিদাবাদের এই চার প্রাথমিক শিক্ষককে ৩১৯ ধারায় আদালতে তলব করা হয়েছিল৷ এই চার জনকে সিবিআই সাক্ষী করেছিল৷ সেই চারজন সোমবার আলিপুর আদালতে হাজিরা দেন৷ তারপরেই তাঁদের জেল হেফাজতের নির্দেশ (WB Primary Teachers Arrested) দেয় আদালত৷ এই চার শিক্ষকের নাম সাইগার হুসেন, সীমার হুসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল৷
আদালতে এই চার শিক্ষককে (School Teacher Arrest) গ্রেফতার করা হয়েছে৷ এ দিন প্রথমেই জামিনের আবেদন করেন এই শিক্ষকদের আইনজীবী৷ তবে বিচারপতি প্রশ্ন করেন, কেন এদের জামিন দেওয়া হবে৷ পাশাপাশি বিচারপতি শিক্ষকদেরও বলেন, তাঁদের কেন জামিন দেওয়া হবে, তা বলতে৷
আদালত প্রশ্ন তোলে ,দুর্নীতি কাণ্ডে প্রভাবশালীদের সঙ্গে সঙ্গে,যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরাও সমান দোষী (WB Primary Teachers Arrested) । এই প্রেক্ষিতে সিবিআই এবং ইডি-র তরফে জানানো হয়, যে সব ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদের নামের প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়েছে । ধীরে ধীরে আরও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের (WB Primary Teachers Arrested) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ।
আপাতত শুনানির পর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি৷ অর্থাৎ আগামী ২১ অগাস্ট পর্যন্ত এঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে৷ পরবর্তী শুনানি রয়েছে ২১ অগাস্ট৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊