অনন্ত মহারাজ : রাজ্যসভার বিজেপির সাংসদ হিসেবে শপথ নিলেন নগেন্দ্র রায়
রাজ্যসভার সাংসদ হবার পর প্রথম মদনমোহন বাড়িতে পূজো দিয়েছিলেন অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায় (Nagendra Roy)। আজ রাজ্যসভায় (Rajya Sabha) বিজেপির সাংসদ (BJP MP) হিসেবে শপথ নিলেন তিনি।
আজ শপথ নেওয়ার পর সাংবাদিকের মুখোমুখী হয়ে জানান- উত্তর পূর্বাঞ্চলের মানুষদের উন্নতির জন্য তিনি আওয়াজ তুলবেন, সরকারের সাথে কথা বলবেন উত্তর পূর্বাঞ্চলের মানুষদের দাবী দাওয়া নিয়ে।
প্রসঙ্গত রাজ্যসভায় সাতটি আসনের মধ্যে ৬টি আসনের মেয়াদ শেষ হয়েছিল। একটি আসনে তৃণমূলের রাজ্যসভা সাংসদ লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় সপ্তম আসনটিও খালি হয়। রাজ্যসভায় তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন , সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইককে প্রার্থী করে। অন্যদিকে বিজেপির তরফে দুটি আসনে প্রার্থী দেওয়া হয়। অনন্ত মহারাজ ও রথীন বসুকে প্রার্থী করা হয়। পরে রথীন বসুর মনোনয়ন তুলে নেওয়া হয়। সাতটি আসনে সাত জনই প্রার্থী ছিলেন। তাই প্রতিদ্বন্দ্বিতা বা ভোটাভুটির প্রশ্ন ওঠেনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি রাজ্যসভার আসনে জয়ী তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হন ডেরেক ও'ব্রায়েন , সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপির সাংসদ হন অনন্ত মহারাজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊