Asia Cup Indian Team: এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষনা, কারা রয়েছে দলে? 

Asia Cup


এশিয়া কাপের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষনা করলো বিসিসিআই। আজ দুপুরে শুধু এশিয়া কাপ নয় আসন্ন একদিনের বিশ্বকাপের দলের নীল নকশাও জানা গেল। এশিয়া কাপের জন্য মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তবে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলা হয়েছে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষিত হবে।



চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। দলে সবচেয়ে বড় চমক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হওয়া তিলক বর্মাকে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, 'এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার নেওয়ার সুবিধা ছিল। বিশ্বকাপে তা থাকবে না। তিলক বাঁহাতি। খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওকে দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।'



এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল: 

রোহিত শর্মা (অধিনায়ক), 
বিরাট কোহলি, 
শুভমন গিল, 
কে এল রাহুল, 
শ্রেয়স আইয়ার, 
হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), 
সূর্যকুমার যাদব, 
তিলক বর্মা, 
ঈশান কিষাণ, 
রবীন্দ্র জাডেজা, 
অক্ষর পটেল, 
যশপ্রীত বুমরা, 
মহম্মদ শামি, 
মহম্মদ সিরাজ, 
প্রসিদ্ধ কৃষ্ণ, 
কুলদীপ যাদব, 
শার্দুল ঠাকুর।


স্ট্যান্ড বাই: 

সঞ্জু স্যামসন।