Chandrayaan 3 Landing Live: মাহেন্দ্রক্ষণ হাজির, চাঁদে অবতরণ করতে চলেছে ভারতীয় যান, দেখুন লাইভ 

Live isro


আর দীর্ঘ অপেক্ষার অবসান। সব ঠিক থাকলে আজ সন্ধ্যাতেই চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস করতে চলেছে ভারত। আর সেই ইতিহাসের সাক্ষী থাকতে তৈরি তেমন গোটা দেশবাসী তেমনই পুরো বিশ্বের নজর সেদিকেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো যানটি চাঁদের মাটিতে স্পর্শ করার সাক্ষী থাকতে পারবেন আপনিও। এরজন্য, ইসরোর তরফে লাইভ দেখানো হবে বিভিন্ন ডিজিট্যাল মাধ্যমে। 



উচ্চ শিক্ষা দপ্তরের তরফে শিক্ষা দপ্তর সেক্রেটারি কে সঞ্জয় মূর্তি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদে অবতরণ আজ ব্রডকাস্ট করা হবে। ভারতীয় মহাকাশ যানের চাঁদে অবতরণ লাইভ দেখা যাবে ISRO-এর অফিশিয়াল ওয়েবসাই, অফিশিয়াল ইউটিউব চ্যানেল, অফিশিয়াল ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল টিভিতে। 



লাইভ ব্রডকাস্ট দেখবেন: 

www.isro.gov.in 

https://www.facebook.com/ISRO 

youtube-isro official

TV Chanel: DD National




পাশাপাশি শিক্ষা দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো দেশের বিভিন্ন  IITs, NITs, SPAs সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ৫:৩০ থেকে ৬:৩০ পর্যন্ত বিশেষ অ্যাসেম্বলি করে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং লাইভ দেখাতে হবে। 

Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast

Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast । চাঁদের দেশে ভারত... । Live Credit: ISRO #Chandrayaan3 #chandrayaan3mission #chandrayaan3live

Posted by Sangbad Ekalavya on Wednesday, August 23, 2023