ডেঙ্গু সচেতনতায় র‌্যালি, পায়ে পা মেলালেন বিধায়ক থেকে পৌরপতি

Dengue awareness rally


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

ডেঙ্গু সচেতনতা বর্ধমান পৌরসভা।এবার ডেঙ্গু নিয়ে সচেতনতা করতে পথে নামলো বর্ধমান পৌরসভা।এদিন বর্ধমান টাউন হল থেকে রাজবাড়ি পর্যন্ত মিছিল করে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলো বর্ধমান পৌরসভা।এদিনের মিছিলে পায়ে পা মিলিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ সমস্ত কাউন্সিলর ও ৩৫ টি ওয়ার্ডের আশা কর্মী এবং স্থানীয় মানুষ জন।




এদিনের র‌্যালিতে বিধায়ক খোকন দাস বলেন বর্ধমান পৌরসভার এম সি আই সি রা গত একমাস ধরে বর্ধমান পৌরসভার ৩৫ ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে সচেতনতা করেছলেছে।পৌরসভার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তারা ডেঙ্গু বিষয়ে প্রচার করছে। আমরা আজ পৌরসভার সকলে মিশে টাউনহল থেকে রাজবাড়ি পর্যন্ত ডেঙ্গু নিয়ে সচেতনতা বার্তা দিয়ে র‌্যালি করা হচ্ছে। সকলকে বলা হচ্ছে বাড়িতে আর্বজনা রাখবেন না। যেখানে সেখানে জল জমতে দেবেন না।কোনরকম জ্বর দেখলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে।



পৌরপতি পরেশ চন্দ্র সরকার বলেন , ইতিমধ্যে বর্ধমান পৌরসভার স্বাস্থ্য কর্মীরা সকলের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার পাশাপাশি তাদের শারিরীক কোন অসুবিধা দেখলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।