Breaking News: কলকাতা পুলিশের SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত 

Kolkata Police SI
Source: Internet 


পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড (WBPRB) কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ (নিরস্ত্র শাখা)-(Kolkata Police SI Recruitment) এ নিয়োগ করছে। মোট ১৬৯ শূন্যপদে পুরুষ ও মহিলা উভয় বিভাগে নিয়োগ করা হবে। পাশাপাশি কলকাতা পুলিশ (Kolkata Police) ফোর্সে সার্জেন্ট নিয়োগ (Recruitment) করবে সরকার। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের (Kolkata Police SI Recruitment) অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।



যেকোনো শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ০১/০১/২০২৩ অনুসারে প্রার্থীর বয়সসীমা হতে হবে ২০-২৭ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। মহিলা আবেদনকারীরা শুধুমাত্র কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর (মহিলা) (নিরস্ত্র শাখা) পদের জন্য যোগ্য। (Kolkata Police SI Recruitment)



আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, (Kolkata Police SI Recruitment) কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ২৯শে আগস্ট ২০২৩ থেকে ১৮ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৭০ টাকা জমা করতে হবে। তবে পশ্চিমবঙ্গের SC/ST-এর জন্য আবেদন ফি বাবদ ২০ টাকা জমা করতে হবে। (Kolkata Police SI Recruitment)