Abhishek Banerjee: অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

CE-AH
1

অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee




এবার অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দপ্তরের বিশেষ একটি প্রকল্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লির অস্ট্রেলীয় দূতাবাসের তরফে একটি চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে।



জানা যাচ্ছে, অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার একাধিক রাজনৈতিক নেতা, শিল্পপতিরা। অভিষেক আগ্রহী হলে সাক্ষাৎকার গুলি করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে কোথায় সাক্ষাৎকার তাও চিঠিতে জানানো হয়েছে। এবছরেই অস্ট্রেলিয়া যেতে পারেন অভিষেক।



এক সপ্তাহ ব্যাপী অস্ট্রেলিয়া ভ্রমণের যাতায়াত, হোটেলে থাকা, খাওয়াদাওয়ার যাবতীয় দায়িত্ব নেবে অস্ট্রেলিয়ার সরকার। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগও পাবেন অভিষেক। দিল্লি দূতাবাসের আধিকারিক ব্যারি ও ফ্যারেল জানিয়েছেন, অভিষেক এ বিষয়ে আগ্রহী হলে তাঁর সুবিধামতো সময় জানালে তবেই চূড়ান্ত সফরসূচি ঠিক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top