WB School: সরকারি স্কুলে ব্ল্যাক বোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

WB school news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- প্রশ্নপত্র না দিয়ে ব্ল্যাক বোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠলো বর্ধমান মিউনিসিপাল বয়েজ উচ্চ বিদ্যালয়।সরকারী স্কুলের এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো শহর বর্ধমানে। এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না স্কুল কতৃপক্ষ।




সোমবার থেকে শহরের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। সরকারী সমস্ত স্কুলে প্রশ্নপত্র দিয়ে পরিক্ষা নেওয়া হলেও বর্ধমান পৌর বয়েস উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র না দিয়ে প্রি-প্রাইমারী এবং প্রাইমারী বিভাগে ব্লাক বোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নেওয়ায় চরম সমস্যায় পড়ছে বর্ধমান মিউন্সিপাল বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রাইমারী এবং প্রি-প্রাইমারী বিভাগের ছাত্ররা।এই ঘটনায় রীতিমত ক্ষোভে ফুসছেন ছাত্রদের অভিভাবক অভিভাবকরা।




বর্ধমান মিউন্সিপাল বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রাইমারী সেকসনে তৃতীয় শ্রেণীর ছাত্র সূর্যেন্দু করের বাবা দেবব্রত কর বলেন সোমবার থেকে বর্ধমান মিউন্সিপাল বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রাইমারী এবং প্রি প্রাইমারী সেকসনের পরীক্ষা শুরু হয়েছে।এখানে কোনো প্রশ্নপত্র হাতে না দিয়ে ব্ল্যাক বোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নিচ্ছে।শিক্ষকদের হাতে লেখা প্রশ্ন ছেলেরা বুঝতে পারছেনা।ফলে ছাত্রদের পরিক্ষা দিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।



 
অন্যদিকে তৃতীয় শ্রেণীর ছাত্র জয় দাসের মা মৌসুমী দাস বলেন বোর্ডে প্রশ্ন লিখে পরীক্ষা নিচ্ছে এর ফলে ছোটো ছোটো ছেলেরা ঠিক মতো পরিক্ষা দিতে পারছে না। আগের দিনের গার্জিয়ান মিটিংএ প্রাইমারী স্কুলের শিক্ষকরা বলেন তাদের ফান্ডে কোনো টাকা নেই। সেই কারনে এই পরিক্ষায় কোনো প্রশ্নপত্র দেওয়া হবেনা। বোর্ডে লিখে পরীক্ষা নেওয়ার হবে। শিক্ষকদের এই প্রশ্নে অভিভাবকরা ছেলেদের স্বার্থে পরীক্ষার প্রশ্ন ছাপানোর জন্য টাকা দিতে রাজি ছিলেন। কিন্তু অভিভাবকদের কোনো কথার কর্ণপাত করেননি শিক্ষকরা।




এইবিষয়ে বর্ধমান মিউনসিপাল বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলতে রাজিনা বলেই জানান।

সরকারী স্কুলে এই ঘটনায় রীতিমত নিন্দার ঝড় উঠেছে শহর বর্ধমানে।