Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিপিএম ও কংগ্রেস জয়ীরা তৃনমূলে

সিপিএম ও কংগ্রেস জয়ীরা তৃনমূলে

CPIM CONGRESS TMC




সিউড়ি তৃণমূল কার্যালয়ে সিপিএম ও কংগ্রেস জয়ীরা যোগদান করলো তৃনমূলে। সিউড়ি একনং ব্লকের আলুনদা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দশ নং পঞ্চায়েত সমিতি আসনে কংগ্রেস প্রতীকে জয়ী মহম্মদ আমিন, আলুনদা গ্রামপঞ্চায়েতের ষোলোনং সংসদ থেকে কংগ্রেস প্রতীকে জয়ী নুরুল হুদা এবং সিপিএম প্রতীকে জয়ী আব্দুল আজিজ তৃনমূলে যোগদান করলো। 

(ads1)

নবাগতদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি একনং ব্লক তৃণমূল সভাপতি রত্নাকর মন্ডল । আব্দুল আজিজ বলেন, "সিপিএম থেকে জিতেছিলাম । আলুনদা গ্রামে উন্নতি হয়নি । আলুনদা গ্রামে অবশ্যই উন্নতি হয়নি সার্বিকভাবে হয়েছে ।" 

(ads2)

মহম্মদ আমিন বলেন, "দশ নং পঞ্চায়েত সমিতি আসনে কংগ্রেস থেকে জিতেছিলাম । দিদির উন্নয়নে সামিল হতে তৃণমূল যোগদান করলাম।" বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "আলুনদা গ্রামপঞ্চায়েতে সাতেরো আসনের মধ্যে তৃণমূল নয় আসনে জিতেছিল । বিজেপির কোনো প্রার্থীকে আমরা দলে ঢোকাবো না ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code