অবশেষে ১৪ বছর পর স্বস্তি, প্রাথমিকে নিয়োগ পেতে চলেছে ১৫০৬ জন
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস। ১৪টা বছর কেটে গেছে এবার পেতে চলেছে নিয়োগ। বৃহস্পতিবার ২০০৯ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির উত্তীর্ণ ১৫০৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ দিতে চলেছে প্রাথমিক সংসদ।
হাই কোর্টে বিচারপতি কৃষ্ণা রাও ও অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতেই ১৫০৬ জনকে নিয়োগপত্র পাঠানোর কাজ শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তর থেকে বৃহস্পতিবার ডাকবিভাগ মারফত প্যানেলে নাম থাকা নির্বাচিত প্রার্থীদের বাড়ি বাড়ি নিয়োগপত্র যেতে শুরু করেছে।
দীর্ঘ ১৪ বছর পর শিক্ষকতার চাকরির স্বপ্নপূরণ চাকরি প্রার্থীদের। ইতিমধ্যে ২০০ নিয়োগপত্র পাঠানো হয়েছে বলে খবর দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্র খবর। বাকি নিয়োগপত্র গুলো দ্রুততার সাথেই পাঠানো হবে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মেনে দক্ষিণ ২৪ পরগনার মোট ১ হাজার ৫০৬টি শূন্যপদে আগামী ৩০ আগস্টের মধ্যে নিয়োগের জন্য জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মতোই পদক্ষেপ।
দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান অজিত নায়েক জানান, 'কিছু আইনি জটিলতার কারণে নিয়োগের প্রক্রিয়া থমকে গিয়েছে। আইনি জট কেটে যাওয়ার পর ২০০৯ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে অবিলম্বে তাদেরকে নিয়োগ করা হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊