বিজয়ী কংগ্রেস সদস্যরা তৃণমূলে

Congress to TMC



সিউড়ি একনং ব্লকের আলুন্দা গ্রামপঞ্চায়েতের প্রধান পদ এবার এসসি মহিলা সংরক্ষিত কিন্তু তৃণমূল থেকে কোনো এসসি মহিলা জেতেন নি । সিউড়ি তৃণমূল কার্যালয়ে সিউড়ি একনং ব্লকের আলুনদা গ্রামপঞ্চায়েতের ধল্লাগ্রাম ১১১ নং বুথ থেকে কংগ্রেস প্রতীকে জয়ী পূর্ণিমা দাস এবং তার স্বামী আলুন্দা অঞ্চল কংগ্রেস সভাপতি দিলীপ দাস কংগ্রেস কর্মী সমর্থক নিয়ে তৃনমূলে যোগদান করে । নবাগতদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী । 



দিলীপ দাস বলেন, "ভালো লাগতো বলে কংগ্রেস করলাম । কংগ্রেস অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিদির উন্নয়ন ভালো লাগে বলে চারশো কর্মী সমর্থক নিয়ে তৃনমূলে যোগদান করলাম ।" 


বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "কংগ্রেস থেকে নিতে অসুবিধা নেই । সিপিএম যোগদান করার জন্য লাইন দিয়ে আছে । কংগ্রেসের নির্দল অলরেডি জয়েন করে বসে আছে ।" বিজেপি থেকে যোগদান প্রসঙ্গে বিধায়ক বলেন, "বিজেপি থেকে আসাকে ওয়াশিং মেশিনে ঢোকাবো রং চেঞ্জ হলে নিশ্চয়ই এখানে আনার ব্যবস্থা করবো ।" পূর্নিমা প্রধান হবেন ? - এই প্রশ্নের জবাবে বিকাশ রায়চৌধুরী বলেন, "একজন থাকলে একজনই হবেন । আবার কেউ এলে তারমধ্যে আমরা ঠিক করে নেবো কে হবে ।" 



সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো থতমত খেয়ে পূর্নিমা দাস বলেন, "দিদির উন্নয়ন দেখে তৃনমূলে যোগদান করলাম ।" 


কংগ্রেস জেলা সহসভাপতি চঞ্চল চ্যাটার্জী বলেন, "এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় । পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল এইধরনের কাজ করছে । কয়েকদিন আগে পূর্নিমার দেওরকে লক-আপে আট ঘণ্টা আটকে রেখেছিল ।"

মুরারই একনং ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের তিনজন এবং গোড়সা গ্রামপঞ্চায়েতের একজন বিজয়ী কংগ্রেস সদস্য তৃনমূলে যোগদান করলো । রাজগ্রাম পঞ্চায়েতের বনরামপুর সংসদের হাকিমা বিবি, মোহনপুর সংসদের রেজিনা মার্ডি,আবদুল্লাপুর সংসদের রবিউল মণ্ডল এবং গোঁরসা গ্রামপঞ্চায়েতের ডুরিয়া সংসদের সাবিত্রী সাহা মঙ্গলবার দুপুরে কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগদান করে । কলহপুর গ্রামে এদিন নবাগতদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ