ফের বাইকের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো ট্রাফিক ওসি ও সিভিকের বিরুদ্ধে

Burdwan town


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান: 

ফের বাইকের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি ও সিভিক ভলেন্টিয়াদের বিরুদ্ধে। এর আগেও বর্ধমান শহরে বেআইনী ভাবে টোটো ভাঙ্গাকে কেন্দ্র করে শহরের ট্রাফিক পদ থেকে সড়িয়ে দেওয়া হয় ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জিকে। ফের শহরে হেলমেট বিহীন বাইক অভিযানে নেমে গাড়ির চাবি এবং গড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো ট্রাফিক ওসি ও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে।



বৃহস্পতিবার বর্ধমান শহরের বাদাম তলা মোড় এলাকায় হেলমেট বিহীন বাইক অভিযানে নামে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। ওসির সাথে ছিলেন বেশ কয়েক জন সিভিক ভলেন্টিয়ার। হেলমেট অভিযানে নেমে হেলমেট বিহীন বাইক চালককে আটকে গাড়ির চাবি কেড়ে নেওয়ার পাশাপাশি গাড়ি নিয়ে যায় বলে অভিযোগ। হেলমেটের পাশাপাশি গলায় ঝোলানো ব্লুটুথ হেডফোন কেড়ে নেয় বলে অভিযোগ করেন বাইক চালকরা।



বর্ধমান 27 নং ওয়ার্ড বাসিন্দা সেখ বসির বলেন ১০ বছরের মেয়েকে নিয়ে ওবিসি সার্টিফিকেট করতে যাচ্ছিলেন কোর্ট চত্বরে। বাদামতলা মোড়ে আসতেই ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উপস্থিতিতে এক সিভিক ভলেন্টিয়ার তার গাড়ির চাবি কেড়ে নিয়ে পরে গাড়িটিকে সাইড করার নামে গাড়িটিকে নিয়ে চলে যায়। এর পর মেয়ের ওবিসি সার্টিফিকেট করে এসে দেখেন গাড়ি সেখানে নেই। তাকে প্রথমে কার্জনগেট পরে বীরহাটা পুলিশ ফারিতে যেতে বলেন বলে জানান বসির বাবু।বসির বাবু বলেন বিনা হেলমেটের জন্য পুলিশ ফাইন করবে। কিন্তু কোন আইনে বলা আছে হেলমেট না থাকার জন্য গাড়ির চাবি করে নিয়ে গাড়ি নিয়ে চলে যাবে।




1932 সালের মোটর ভেইকেল আইন অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করলে শুধুমাত্র ASI লেভেলের পুলিশ অফিসার চালান কাটতে পারবেন। সেখানে ট্রাফিক কনস্টেবলরা শুধুমাত্র সাহায্য করতে পারেন। গাড়ি অথবা মোটরসাইকেল থেকে কোন ভাবেই চাবি খুলে নিতে পারেন না তাঁরা। এছাড়াও আপনার সঙ্গে কোন খারাপ ব্যবহার করতে পারেন না।সেখানে দাঁড়িয়ে হেলমেট অভিযানে নেমে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো ট্রাফিক ওসি ও সিভিক ভলেন্টিয়ার দের বিরুদ্ধে।




এর আগেও বর্ধমান শহরে টোটো প্রবেশ করার কারনে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি নিজে বহু টোটো ভাঙ্গার ছবি প্রকাশ এসেছে।এই খবর প্রকাশ হওয়ার পরই ওসিকে শহরের ট্রাফিক পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে ট্রাফিক সূত্রে খবর ফের হেলমেট অভিযানের নামে গাড়ি আটকে গাড়ির চাবি কেড়ে নেওয়ার ঘটনা ঘটলো শহর বর্ধমানে।




ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি বলেন বড় সাহেবের নির্দেশ মতো আজ শহরের বাদাম তলা এলাকায় হেলমেট বিহীন বাইক আটক করা হচ্ছে এবং হেডফোন নিয়ে তাদের ফাইন করা হচ্ছে।