কালজানি কান্ডে দোষীদের শাস্তির দাবীতে বিজেপির আন্দলন ঘিরে ব্যাপক উত্তেজনা কোচবিহারে

কালজানি কান্ড



জুলাই মাসের 18 তারিখ থেকে সরগরম কুচবিহার জেলা। কারণ একটাই ১৪ বছরের কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকার অপহরণ, ধর্ষণ এবং মৃত্যু। যদিও ইতিমধ্যেই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোচবিহার পুলিশ। বর্তমানে এরা সকলেই রয়েছে জেল হেফাজতে।

পুলিশ নিজেদের কাজ করছে তৎপরতার সঙ্গে। তবে আজ দোষীদের ফাঁসির দাবি করে কোচবিহার জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করল বিজেপির মহিলা এবং যুব মোর্চার সদস্যরা। জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি অবিলম্বে দোষীদের ফাঁসি দিতে হবে।

এদিকে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা তৃণমূল কংগ্রেসের নেতা আইনজীবী আব্দুল জলিল আহমেদ বলেন, অভিযুক্তদের সাজা দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের হাতে রয়েছে পুলিশের হাতে নেই। বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কর্মসূচি করে যাচ্ছে। যা সম্পূর্ণ ভাবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছে।

তবে কোচবিহার জেলা বিজেপির শহর মন্ডল সভাপতি বিরাজ বোস মন্তব্য করে বলেন, গোটা রাজ্য জুড়ে ধর্ষণ এবং খুনের কারবার চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষনের দর বেধে দিয়েছেন। যার ফলে দিকভ্রষ্ট কিছু যুবক এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে দিন দিন। তাদেরকে সামান্য কিছু সেকশন দিয়ে দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যাতে এই ধরনের কিছু না হয় তার দাবিতেই এই অবস্থান-বিক্ষোভ এবং আন্দোলন।