Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP জেলা সম্পাদকের বাস ভাঙচুর, আটক এক যুবক,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

BJP জেলা সম্পাদকের বাস ভাঙচুর, আটক এক যুবক,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

today



দিনহাটা:

দিনহাটা তে BJP জেলা সম্পাদকের বাস ভাঙচুর, আটক এক যুবক,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ দিনহাটা শহরে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষের বাড়ির পাশেই রাখা তার বাস ভাঙচুরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

যদিও ওই যুবক বলেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তাকে বাস ভাঙচুরের জন্য সেখানে আসতে বলে। এরপর যখন ওই যুবক বাস ভাঙচুর করছিল ঠিক সেই সময় বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষের দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ওই যুবককে আটক করে।

এ বিষয়ে বিজেপি জেলা সম্পাদক জয়দীপ ঘোষ অভিযোগ করে বলেন বেশ কয়েকবার তার বাস ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজও একই ঘটনার পুনরাবৃত্তি।

দিনহাটা তে BJP নেতার বাস ভাংচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শহর মন্ডল তৃণমূল সভাপতি বিশু ধর বলেন- আমরা ভীষণ ব্যস্ত, আমাদের এক কর্মী ভোটে দাঁড়িয়েছিলো, তাকে আক্রমণ করা হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তাকে নিয়ে ব্যস্ত। বিজেপির সন্ত্রাস চলছে দিনহাটা জুড়ে। আমাদের কোন লোক গাড়ি ভাঙ্গতে যায়নি। বিজেপি কর্মীদের বলছি আপনারা সন্ত্রাস বন্ধ করুন, না হলে কিন্তু বাড়িতে থাকতে পারবেন না।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code