Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা দিবস উপলক্ষে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচী NSS UNIT এর

স্বাধীনতা দিবস উপলক্ষে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচী NSS UNIT এর

nss unit



বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচী গত ৯ আগস্ট থেকে পালন করছিলো, আজ ছিলো শেষ দিন। 

(ads1)

সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ ছোটশাকদল গ্রামে প্রভাতফেরী করা হয়। প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক রঞ্জিত নারায়ন কোঙার, শিক্ষক ভবেশ চন্দ্র সরকার, শিক্ষাকর্মী নারায়ন বর্মন, NSS UNIT এর প্রোগ্রাম অফিসার সম্রাট দাস সহ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন NSS ভলান্টিয়াররা।

প্রভাতফেরীর পর ছোটশাকদল গ্রামের গ্রামবাসীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সৈনিক রঞ্জিত নারায়ন কোঙার। এরপর গ্রামবাসীদের উপস্থিতিতে বসুধাবন্ধন উদ্যান তৈরি করা হয়।

(ads2)

NSS UNIT এর প্রোগ্রাম অফিসার জানিয়েছেন, জাতীয় সেবাপ্রকল্পের স্বেচ্ছাসেবকদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে আজ বিদ্যালয় পার্শ্ববর্তী ছোটশাকদল গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code